December 23, 2024, 12:56 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সাথে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২০ হাজার ৬৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
শুক্রবার (১৫ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বয়সের দিক থেকে মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে ৮১-৯০ বছরের মধ্যে দুজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে একজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৪১টি (ঢাকায় ২০টি, ঢাকার বাইরে ২১টি) ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯,৫৩৯টি, পরীক্ষা করা হয়েছে রেকর্ড ৮,৫৮২টি। তাতে একদিনে সর্বাধিক ১,২০২ দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ২৫৯ জন; ছাড় পেয়েছে ৮১ জন। বর্তমানে আছেন ২ হাজার ৭৪৮ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন।
একদিনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৭৯৭ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৬ হাজার ৮০৫ জন।
Leave a Reply