দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান বলেছেন মানুষের কল্যানে কাজ করার চেয়ে মহত্তম আর কিছূ নেই। পরার্থপরতার নীতিই জীবনের শ্রেষ্ঠ নীতি হওয়া উচিত। মহৎ মানুষেরা সেবার মধ্য দিয়ে জীবনে লক্ষ্য অর্জন করেছেন।
তিনি বলেন চলমান দূর্যোগে সবার আগে যেটি প্রয়োজন স্মাইল ইন লাইফ কুষ্টিয়াতে সেটিই করছে। তিনি এই সংগঠনের প্রতিটি কর্মীকেই অশেষ ধন্যবাদ জ্ঞপান করেন।
ড. আমান বৃহস্পতিবার (১৪ মে) জেলার মিরপুর উপজেলায় অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন সংগঠনটি এই কাজের ধারাবাহিকতা রক্ষা করে চলবে।
জাতীয় পর্যায়ের সংগঠন স্মাইল ইন লাইফ কুষ্টিয়াতে কাজ করছে বিগত কয়েক বছর ধরে। জেলার একঝাঁক যুবকদের নিয়ে সাধারন মানুষের কল্যানে কাজ করছে এ সংগঠনটি।
সংগঠনটি একার পাশে দাঁড়ালো চলমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষ, অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের। তারই আলোকে কর্মহীন এতিম ও বয়ষ্ক শতাধিক পরিবার কে "স্মাইল ফুড প্যাক" নামক উপহার সামগ্রী প্রদান করা হয়।
কোভিট-১৯ এ তৃণমুল পর্যায়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছে।
সংগঠনটি সম্প্রতি মিরপুর উপজেলায় জরিপ করে দেড়শতাধি কর্মহীন, অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে এসব উপহার বিতরণ করে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলাতে এসকল উপহার সামগ্রী প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের সহযোগী সংগঠন ফুটস্টেপ উপহার সামগ্রী প্রদান করতে স্মাইল ইন লাইফ কে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংগঠনের কুষ্টিয়া জেলার সমুন্নয়কারী তাসকিনূর জিন্নাত সৈকত সেচ্ছাসেবক সবুজ আহম্মেদ, নির্বাহী সদস্য সোহেল আহম্মেদ সোহাগ শেখ, হাসিবুল হাসান, সদস্য, সালাম হোসেন, বাঁধন, শিশির, পলাশ, সবসময় নিয়োজিত রয়েছে মহতি এই কাজের সাথে।
সংগঠনের কুষ্টিয়া জেলার সমুন্নয়কারী তাসকিনূর জিন্নাত সৈকত জানান, করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ রয়েছে। এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে তাদের আয় রোজগার বন্ধ। এই অবস্থায় তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছে। এতে অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী এসব মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।
উল্লেখ্য যে স্মাইল ইন লাইভ ২৫ শে মার্চ, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ে প্রথম থেকেই করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কুষ্টিয়া শহর ও মিরপুর উপজেলায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি