দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল’র ত্রয়োদশ আসর বাতিল হলে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই’র বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। অঙ্কটা ৪ হাজার কোটি রুপি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটির এবারের আসর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বেতন-ভাতাতেও প্রভাব পড়তে পারে ইঙ্গিত দিয়েছেন সৌরভ।
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। কবে নাগাদ মাঠে খেলা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি হবে সে ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। ফলে আইপিএল’র এবারের আকাশে কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে।
যদি শেষ পর্যন্ত আসর বাতিল হয়ে যায় সেটার আর্থিক ক্ষতি কেমন হবে তার ইঙ্গিত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’কে সৌরভ বলেন, “আমাদের আর্থিক অবস্থা পরীক্ষা করে দেখতে হবে। জানতে হবে কত টাকা হাতে আছে এবং তারপর সিদ্ধান্ত নিতে হবে। আইপিএল না হলে ৪ হাজার কোটি রুপির ক্ষতি হবে, যা খুবই বড় অঙ্ক।”
করোনার কারণে এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে ধনী তিন বোর্ডের একটি হয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন বিপদে পড়া বিস্মিত করছে না গাঙ্গুলিকে- “দেখুন, এখানে অনেক খরচ আছে। মানুষ কল্পনাও করতে পারবে না এই খেলা চালাতে কত অর্থ লাগে।”
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি