দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের দায়িত্ব ব্যবসায়ীদেরকেই নিতে হবে। তা না হলে দোকান বন্ধ রাখতে হবে। রবিবার থেকে কঠোর হবে প্রশাসন। দোকানে দোকানে অভিযান চলবে, দোকান বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী কতৃক সারাদেশে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ মোবাইল যোগে প্রদান কর্মসূচীর উদ্ধোধন উপলক্ষ্যে আয়োজিত ভিডিও কনফারেন্সিং অনুষ্টান মেষে জেলার ব্যবসায়ী প্রতিনিধি ও দোকান মালিকদের সংগঠনসমুহের সাথে এক বৈঠকে জেলা প্রশাসক একথা বলেন।
সভায় একই পরামর্শ দিয়েছেন জেলার দুই সংসদ সদস্যও। তারা হলেন কুষ্টিয়া-১ এর এ্যাডভোকেট আকম সরোয়ার জাহান বাদশা ও কুস্টিয়া-৪ এর ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
জেলা প্রশাসক বলেন দোকান মালিকদের বিবিধ সমস্যার কথা বারবার সরকারকে বলা হচ্ছিল। বিভিন্নভাবে দোকান-পাট খুলে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। তার প্রেক্ষিতে সরকার দোকান খুলে ব্যবসা-বাণিজ্য চালানোর সুযোগ করে দেয়। এক্ষেত্রে অনেক বিধি নিষেধ আরোপ করা হয়।
কুষ্টিয়াতেও সবকিছু বিবেচনা করে ব্যবসা-বাণিজ্য খুলে দেয়া হয়। কিন্তু জেলা প্রশাসন লক্ষ্য করছে বাজার-ঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ম কানুন মানা হচ্ছে না।
“মনে রাখতে হবে এটি কেবল একটি শিথিল যোগ্য পরিস্থিতি। সবকিছু পুনরায় লকডাউনে নিয়ে যেতে পূর্ণ ক্ষমতা দিয়েই এই শিথিল পরিবেশ ব্যবসা-বাণিজ্যের জন্য এনে দেয়া হয়েছে। এটির অপব্যবহার করা যাবে না,” জেলা প্রশাসক বলেন।
তিনি বলেন আমাদের কাছে পরিস্কার তথ্য আছে দোকানদারগণ একবারে অসংখ্য ক্রেতাদের দোকানে প্রবেশ করাচ্ছেন এবং একই পণ্য বারবার অনেক ক্রেতা ধরছেন। এটা ভয়ংকর পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে।
জেলা প্রশাসক প্রশসানকে কঠোর হতে বাধ্য না করার জন্য দোকানদারগণকে আহবান জানান।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত প্রমুখ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি