October 30, 2024, 8:03 pm
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলা মৎস অফিসের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া বিল এবং শিমুলিয়া ইউনিয়নের ছৈবাধা বিলের নার্সারী পুকুরে ২ কেজি করে (মোট ৪ কেজি) কার্পজাতীয় মাছের রেণু মজুদ করা হয় এবং প্রথম ধাপের রেণু’র খাবার প্রদান করা হয় বৃহস্পতিবার।
নার্সারী পুকুর দুটিতে উৎপাদিত আনুমানিক ৬ লক্ষ পোনা উপর্যুক্ত বিল দুটিতে অবমুক্ত করা হবে। যা প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান ও বিল নার্সারি সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিল নার্সারী কার্যক্রম প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারের একটি অনন্য উদ্যোগ। যা কিনা এলাকার সাধারন জনগন বেশী উপকৃত হয়।
Leave a Reply