December 23, 2024, 12:08 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ও আক্রান্ত দুটোতেই নতুন রের্কড হয়েছে। একদিনে ১৯ মৃত্যু ১১৬২ আক্রান্তের সংখ্যা ধরা পড়েছে দেশে। এখন মোট আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে ২৬৯ জন। নতুন মৃত ১৯ জনের মধ্যে পুরুষ ১২, নারী ৭ জন।
চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে করোনাভাইরাসের সর্বোচ্চ আক্রান্ত ছিল ১১ মে, ১ হাজার ৩৪ জন; সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৭ এপ্রিল, ১৫ জন।
সবশেষ এক দিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। তাতে মোট আরোগ্যের সংখ্যা দাঁড়াল ৩,৩৬১ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
চব্বিশ ঘণ্টায় দেশে ৪১টি ল্যাবে কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে ৭,৮৬২টি; আগের নমুনা নিয়ে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। তাতে ১,১৬২ জন করোনায় শনাক্ত হন।
মৃত্যু বরণ করা ১৯ জনের মধ্যে ঢাকা শহরের হাসপাতালগুলোতেই ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পাবনার, বাকি সবাই ঢাকার। বাকিদের মধ্যে নারায়ণগঞ্জের একজন, মুন্সিগঞ্জের একজন, নড়াইলের একজন, চট্টগ্রামের দুইজন, কুমিল্লার একজন।
তাতের বয়স বিবেচনায় ০-১০ বছরের মধ্যে আছে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৭১-৮০ বছরের মধ্যে আছে পাঁচজন।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫০ জন, ছাড় পেয়েছেন ৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ৩ হাজার ৪৩৫ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৩৩২ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
Leave a Reply