December 23, 2024, 12:54 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে ৯২৯ জনের। এরা করোনা আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও তাদের মধ্যে উপসর্গ ছিল, এমন বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম।
দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য সংগ্রহ করে মূলত এই সংখ্যার কথা বলা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী কভিড-১৯ রোগে দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৫০।
বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া জেনোসাইড নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এই সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ। দক্ষিণ এশিয়ায় এই ধরনের প্রতিষ্ঠান আর নেই। ইউএনডিপি ফান্ডের অধীনে এই বিভাগের গবেষণায় সাহায্য করে থাকে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের করোনা সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হয়েছে, উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ২১০ জন ঢাকা বিভাগের, ১৬৭ জন চট্টগ্রাম বিভাগের, ১১০ জন খুলনা বিভাগের, ৮৭ জন রাজশাহী বিভাগের, ৮৪ জন বরিশাল বিভাগের, ৬৬ জন সিলেট বিভাগের এবং ৬৫ জন রংপুর বিভাগের বাসিন্দা।
মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। ১২ মে পর্যন্ত মোট ১৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন।
Leave a Reply