দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঢাকা থেকে কুষ্টিয়া আসা এক পুলিশ র্কমকর্তা ও স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন পুলিশের এএসআই রমজান আলী (৫০) ও তার স্ত্রী বিলকিস আক্তার (৪০)। রমজান ঢাকা ট্রাফিকে কর্মরত।
পুলিশ র্কমকর্তা বাড়ি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী বাজার এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে তারা গ্রামে আসেন এবং অবস্থান করতে থাকেন। স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে করোনা পরীক্ষার আওতায় আসার জন্য বলা হয়। শনিবার তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ল্যাব থেকে তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী জানান, মঙ্গলবার রাতেই তাদেরকে কোয়ারেন্টাইনে আনা হয়।
আক্রান্তদের পারিবারিক সুত্র জানায়, রমজান চলমান করোনা পরিস্থিতিতে ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি