December 23, 2024, 1:56 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ জেলায় নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৩ মে) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার আছেন। এ ছাড়া, সদর উপজেলা ও মহেশপুর উপজেলার এক জন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর রিপোর্টে এসেছে। এ নিয়ে জেলায় মোট ৪৩ জনের করোনা শনাক্ত হলো।’
তিনি আরও বলেন, ‘ঝিনাইদহের ছয় উপজেলার মধ্যে এখন পর্যন্ত শৈলকূপাতে ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া, সদর উপজেলায় ১০ জন, হরিণাকুন্ডুতে এক জন, কালীগঞ্জে নয় জন, কোটচাঁদপুরে নয় জন ও মহেশপুর উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।’
Leave a Reply