January 2, 2025, 11:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী//
সামাজিক দূরত্ব একেবারে বজায় না থাকায় রাজবাড়ীর বাজার বন্ধ করে দিয়েছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বুধবার (১৩ মে) বিকেলে চেম্বার এ সিদ্ধান্ত নেয়।
চারটা থেকে জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ছাড়া সব ধরনের দোকান-পাট বন্ধ রয়েছে।
গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুসারে সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্ত নিয়ে দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু খোলার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েন মানুষ, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা চলতে থাকায় দুপুরে জরুরী সভা করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাজার ব্যবসায়ী সমিতি।
চেম্বারের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, শুধুমাত্র ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply