December 22, 2024, 4:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খাদ্য সংকটে পড়া পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে অসহায় দরিদ্রদের পাশে ড়াঁড়পালেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ভবানীপুর ও সদর কুমারখালী উপজেলার সাদীপুর এই দুই এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের জন্য জরুরী খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
স্বপনের তত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত চিরেন সাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আসলাম আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মেম্বার ও সাধারন সম্পাদক।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের সঠিক দিক নির্দেশনায় করোনা প্রতিরোধ মোকাবেলার যুদ্ধে আজ জেলা যুবলীগ অসহায়হাদের পাশে রয়েছে।
করোনা ভাইরাসের কারনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া সাধারন মানুষের জন্য অনেক আগে থেকেই নিরলসভাবে কাজ চলেছেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন।
তিনি বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন করোনা বিষয়ে সচেতন করা সহ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘরে থাকার জন্য উদ্বুদ্ধকরণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করে চলেছেন।
Leave a Reply