December 22, 2024, 9:47 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে ১১শ’ গরীব দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশা। কুষ্টিয়া শহর ও পৌরসভা এলাকায় গরীব দুস্থদের মাঝে বিতরনের জন্য মঙ্গলবার (১২ মে) ৫০০ বস্তা খাদ্যশস্য নিয়ে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে হস্তান্তর করেন আশার কর্মকর্তারা।
পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার গরীব দুস্থ্যদের জন্য স্ব স্ব উপজেলা নির্বাহি কর্মকর্তার প্রত্যেকের কাছে ২০০ প্যাকেট করে করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যুবায়ের হোসেন চৌধুরী, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা উক্ত খাদ্যশস্য গ্রহন করেন।
এসময় আশা’র কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক ও কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার গনেশ চন্দ্র দাস, কুষ্টিয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল হোসেন, কুষ্টিয়ার লালন শাহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, কুমারখালী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এজাবত আলী, বিত্তিপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মতিয়ার রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ডিস্ট্রিক্ট (জেলা) ম্যানেজার গনেশ চন্দ্র দাস বলেন, প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও তেল রয়েছে।
Leave a Reply