January 15, 2025, 4:00 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দক্ষিণ-পশ্চিমের অন্যতম বেসরকারী সংস্থা সেতু গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। পাশাপাশি কুষ্টিয়া পুলিশ সুপারের করোনা তহবিলে চাল ও ডাল সরবরাহ করেছে। গতকাল (১১ মে) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এদিকে শহরের সুখনগর পল্লীর ১২০ জন কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সেতুর নির্বাহী পরিচালক এম এ কাদেরের নির্দেশনায় সেতুর পরিচালক মফিজুর রহমান সকল কাজ তদারকি করেন।
এ কাজে সহায়তা করে সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার কর্মীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সেতুর সাবেক ভাইস-চেয়ারম্যান ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জোটের সিনিয়র সংগঠক ও এনডিএফ-বিডির কুষ্টিয়া জোনের সমন্বয়কারী ও সেন্ট্রাল কো-চেয়াম্যান শামীম রানা, সেতুর আইটি বিভাগের সনজয় কুমার, সম্মিলিত জোটের সংগঠক শিমুল বিশ^াস, কোরবান আলী ও রাবিদ হাসান।
দেশের চলমান করোনা পরিস্থিতির কারনে সৃষ্ট আপৎকালীন অবস্থা মোকাবেলায় নানা উদ্যোগ হাতে নিয়েছে।
সংস্থাটি ঢাকায় লকডাউনের শুরু থেকেই কয়েকমাস ব্যাপী অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচী চালূ করে যা এখনও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়ায় সংস্থাটি জেলা প্রশাসকের করোনা তহবিলে ২ লক্ষ টাকা প্রদান করে। এর বাইরে সংস্থার কর্মীদের মাঝে নানা সহায়তা ছাড়াও সাধারণ অসহায় মানুষের মধ্যে নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি মিরপুর ও কুমারখালীতে প্রায় ৩শ লোকের মাঝে নগদ সহায়তা প্রদান করেছে।
Leave a Reply