October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া প্যতিবেদক/
কুষ্টিয়ার প্রথম করেনা শনাক্ত ব্যাংক কর্মকর্তা ও পরবতী আক্রান্ত অপর দুই চিকিৎসককে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে আইসোলেশন থেকে অবমুক্ত করে।
জেলা স্বাস্থ্যবিভাগ জানায় কুষ্টিয়ায় প্রথম করোনা শানক্ত হয় ২৩ মার্চ। আক্রান্ত ওই ব্যক্তি মাদারীপুর থেকে থেকে কুষ্টিয়ায় তার নিজ বাড়িতে আসেন। তিনি সেখানে সোনালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। তার শরীরে করোনা উপসর্গ সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। প্রশাসন তার বাড়ি লকডাউন করে তাকে আইসোলেট করে। তিনি নিজ বাড়িতেই চিকিকৎসা গ্রহনের সিদ্ধান্ত নেন। দীর্ঘ সংগ্রাম করে তিনি জয়ী হন।
গতকাল দৈনিক কুষ্টিার সাথে যখন কথা হয় তিনি জানান রোগটি ভয়ের তবে জয় করা অসম্ভব নয়। নির্দ্দিষ্ট নিয়ম-কানুন মেনে চললেই যথেষ্ট এই রোগকে প্রতিরোধ করা।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দুই চিকিৎসক কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। এদের মধ্যে একজন জ¦র, সর্দি নিয়ে কয়েকদিন রোগীও দেখেন। পরে স্বাস্থ্যবিভাগের নজরে এলে তার নমুনা দিতে বলা হয়। এতে করোনা পজিটিভ ধরা পড়ে। এদের একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার অপরজন মিরপুরের। তারা দুজনেই নিজ নিজ বাড়িতে অবস্থান করেই চিকিৎসা নিয়ে আসছিলেন। গতকাল তাদের দুজনকেও করোনা মুক্ত ঘোষণা করা হয়।
করোনামুক্ত চিকিৎসকদের একজন জানান এই রোহটি থেকে সুস্থ হতে সবচেয়ে বেশী প্রয়োজন হলে দৃঢ় মনোবল। তিনি বলেন মনকে শক্ত রাখতে হবে। নিয়ম-কানুন মেনে মেনে চলতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার সকরকার জানান কুষ্টিয়ায় সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে।
Leave a Reply