দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকারের বিশেষ ক্ষমার আওতায় সারাদেশের মতো কুষ্টিয়া কারাগার থেকে রবিবার (১০ মে) ২৮ জন কারাবন্দী মুক্তি পেয়েছে। এ নিয়ে ৫২ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হলো।
জন।
কুষ্টিয়া কারাগারের জেলার জাকের হোসেন জানান, কুষ্টিয়ায় এ মুক্তির তালিকায় রয়েছে ৭৭ জন।
কুষ্টিয়া কারাগারের ধারণ ক্ষমতা ৬০০ জন হলেও এখানে প্রতিদিন প্রায় ৯৯৯ জন বন্দী অবস্থান করে। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুন বন্দী থাকায় করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
শনিবার বিকেলে ২৪ জনকে মুক্তি দেয়া হয়। রোববার দুপুরে ২৮জন সব মিলিয়ে ৫২ জন বন্দীকে জরিমানার টাকা নিয়ে মুক্তি দেয়া হয়।
এসময় কুষ্টিয়া কারাগারের জেলার এনামূল হক, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি