December 22, 2024, 9:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খাদ্য সহায়তার দাবীতে সড়কে এসে প্রতিবাদ জানালো একদল বাস শ্রমিকরা। প্রতিবাদের এক পর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। ঘটনা রবিবার দুপুরের।
পুলিশ জানায় একদল শ্রমিক জেলার বিভিন্ন জায়গা থেকে শহরের চৌড়হাস এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকে এসে জড়ো হয়। তারা বাস মালিকদের সাথে তাদের দৈনন্দিন খোর-পোষ নিয়ে যোগাযোগ করে। কিন্তু কোন সুরাহা না হলে তারা টার্মিনাল এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে অবরোধ দিয়ে বসে। আধা ঘন্টাব্যাপী অবরোধে বিক্ষোভও প্রদর্শন করে শ্রমিকরা। পরে বাস শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দেয়।
এসময় সড়কের দু’পাশে যানবাহনের সাড়ি জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন খাদ্য সহায়তার দাবির নামে কিছু সংখ্যক শ্রমিক সড়ক অবরোধ সুষ্টি করে। পুলিশ তাদেরকে জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে সাহায্য চাইতে আহবান জানায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
করোনার কারণে প্রায় দেড় মাস ধরে বাস-কোচ চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা খাদ্য সংকটে ভুগছে বলে তারা জানায়। কিন্তু বাস মালিক বা শ্রমিক নেতারা তাদের কোন খোঁজ নেয় না।
এদিকে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক, ও শ্রমিক লীগ প্রভৃতি সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত তালিকাভুক্ত বিশাল সংখ্যক শ্রমিককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এসব শ্রমিকদের ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই।
Leave a Reply