December 22, 2024, 7:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
দেশে শনিবার (৯ মে) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৬৩৬ জন।
নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২১৪; মোট আক্রান্ত ১৩,৭৭০। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৩১৩ জনসহ আরোগ্য লাভ করেছেন ২,৪১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যু হওয়া আটজনের মধ্যে সবাই পুরুষ। এদের মধ্যে ৭১-৮০ বছর বয়সী দুইজন, ৬১-৭০ বছরের মধ্যে আছেন দুইজন, ৫১-৬০ বছরের ঘরে একজন, ৪১-৫০ বছরের কোটায় দুইজন এবং ৩১-৪০ বছরের মধ্যে আছেন একজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৩৫ ল্যাবে মোট করোনাভাইরানের নমুনা সংগ্রহ করা হয় ৫,২৪৭টি, আগের দিনের কিছু নমুনা নিয়ে পরীক্ষা হয় ৫,৪৬৫টি। তাতে কভিড-১৯ এ শনাক্ত হন ৬৩৬ জন, যা আগের দুই দিন থেকে বেশ কম।
শুক্রবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭০৯ জন, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭০৬ জন।
বিভাগওয়ারী হিসেবে করোনায় আক্রান্তে সবার ওপরে ঢাকা বিভাগ, ৯,১৭৭ জন যা মোট আক্রান্তের প্রায় তিন-চতুর্থাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ৫৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪০০ জন, রংপুর বিভাগে ২৬৩ জন, খুলনা বিভাগে ২১১ জন, সিলেট বিভাগে ১৬৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন এবং বরিশাল বিভাগে ১৩০ জন।
শতাংশ হিসেবে ঢাকা শহরেই মোট আক্রান্ত ৫৮.২৮ শতাংশ। ঢাকা বিভাগ মিলে মোট আক্রান্ত ২৩.৭৯ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৫.৪৫, সিলেট বিভাগে ১.৫৪, রংপুর বিভাগে ২.৪৯, খুলনা বিভাগে ২, ময়মনসিংহ বিভাগে ৩.৭৮, বরিশাল বিভাগে ১.২৩ এবং রাজশাহী বিভাগে ১.৪৫ শতাংশ।
ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে আক্রান্তে এখনও শীর্ষে নারায়ণগঞ্জ।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৯৬ জনকে এবং ছাড় পেয়েছেন ৫৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০১৭ জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,০৪৩ জন। মোট আইসোলেশনের সংখ্যা ৮,৬৩৪টি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার।
Leave a Reply