December 23, 2024, 5:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়া জেলা যুবলীগের নেতা-কর্মীরা কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক মতিয়ার রহমানের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। এ কাজে নেতৃত্ব দেন জেলা যুবলেিগর সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন।
কৃষক মতিয়ার জানান তিনি খুবই দুরবস্থায় চিলেন তার ধান নিয়ে। তিনি স্বপন চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান তাকে আস্বস্ত করেছিলেন যে তার ধান কাটার উদ্যোগ নেয়া হবে।
তিনি স্বপন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিল কুমারখালি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরফিন সুলতানা ও উপসহকারী কৃষি কর্মকর্তা লাভলী ইয়াসমিন, কুষ্টিয়া জেলা যুবলীগের সিনিয়র নেতা এ্যাডভোকেট ইমরান হোসেন দোলন, আবু দাউদ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার শাহীন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শিহাব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ শতাধিক নেতাকর্মী।
জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘করোনার কারণে ঘরে আটকে থাকা মানুষ এবং কর্মহীন মানুষের পাশে আমরা আছি।
চাষিরা যাতে সময়মতো ঘরে ধান তুলতে পারে, ধান কাটার অভাবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য তাদের পাশে রয়েছেন বলে জানান।
তিনি বলেন যদি কোনো কৃষক অর্থাভাবে ও জনবলের অভাবে ধান কাটতে না পারে তাকে জানাতে। পাশাপাশি অসহায় কৃষকদের নগদ আর্থিক সহায়তাও তিনি করছেন বরে জানান।
তিনি বলেন এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে। কমিটিকে কৃষকদের যেকোন সমস্যা কথা জানাতে বলা হয়েছে।
Leave a Reply