December 23, 2024, 4:32 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
নিজেদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের করোনা প্রতিরোধ তহবিলে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আসলাম হোসেনের নিকট চেক হস্তান্তর করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পান্টি ইউনিয়ন কমান্ডার গোলাম ছরোয়ার, চাপড়া ইউনিয়ন কমান্ডার মোঃ আবু বক্কর সিদ্দিকী, চাঁদপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার শামসুল আলম, বাগুলাট ইউনিয়ন কমান্ডার মোঃ জুলমত আলী ও যদুবয়রা ইউনিয়ন কমান্ডার ডাঃ রওশন আলী প্রমুখ।
চেক হন্তান্তর পূর্বে সংক্ষিপ্ত মতবিনিময়কালে জেলা প্রশাসক আসলাম হোসেন বৈশ্বিক মহামারীর সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এ অনুদানকে দেশ জাতির ক্রান্তিকালে আরেক উৎর্সগ হিসেবে হিসেবে অভিহিত করেন।
Leave a Reply