December 22, 2024, 7:23 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
জেলার আনাচে কানাচে অসংখ্য প্রান্তিক কৃষকেরা করোনা ভাইরাসের কারনে ফসল উঠানোর লোকবল সংকটে পরে চিন্তাগ্রস্ত। ঠিক এমনই সময়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবকেরা কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দূরে জিয়ারখী ইউনিয়নের কমলাপুরের এক কৃষকের আবাদ করা ভুট্টা উঠানো থেকে শুরু করে বাসায় পৌঁছানোর কাজে সাহায্য সহযোগিতা করল। সংগঠনটির সভাপতি ফয়সাল পারভেজ এর নেতৃত্বে এ কর্মসুচী বাস্তবায়নে সহায়তা করে, এইচ আর অফিসার সোহাগ পারভেজ, কার্যনির্বাহী সদস্য আকাশ, টুটুল, শাওন, মিতুল।
সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সদস্যভুক্ত এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে।
উল্লেখ্য যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বিগত ২৫ শে মার্চ সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ে জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওএমএস এর খাদ্য বিক্রয়, করোনা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ মনিটরিং, শ্রমিক সংগঠনের তালিকা যাচাই বাছাই সহ আরো গুরুত্বপূর্ণ কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার ইমারজেন্সি করোনা রেসপন্স টীম।
Leave a Reply