দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক//
এক হাজার ক্রীড়াবিদকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বুধবার (৬ মে) জাতীয় ক্রীড়া পরিষদে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় এক হাজার অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেওয়ার চিন্তাভাবনা করছি।
মন্ত্রী জানান, বিভিন্ন ক্ষেত্রে সম্মানি ভাতা থাকলেও ক্রীড়াঙ্গনে না থাকায় এটি চালু করতে উদ্যোগ নিয়ে অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারবো। ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা দেব। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি