দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট বিরোধে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫ জন।
নিহতের নাম শামীম মালিথা, ২৮, সে মালিথাপাড়া এলাকার মেহের বক্স মালিথার ছেলে।
পুলিশ জানায় বুধবার বিকেলে উপজেলার রিফাতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মালিথা গ্রুপ ও একই এলাকার মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলের দিকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে মালিথা গ্রুপের শামীম নিহত হয়। এঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা এসএম আরিফুর রহমান জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি