December 22, 2024, 8:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়াতে নতুন একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি একজন নারী।কুষ্টিয়াতে সাতদিন পর একজন নতুন রোগী পাওয়া গেল। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের পরিমান দাঁড়ালো ১৭।
আক্রান্ত নারী গত ১ মে রাতে কারোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা যাওয়া কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবু দাউদের কন্যা। তিনি ঢাকা থেকে তার বাবার মৃতদেহের সাথে কুষ্টিয়া আসেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন জানান তারা ঐ নারীর নমুন সংগ্রহ করেছিলেন। নমুনা টেস্টের ফলাফল পজিটিভ আসে।
ডাক্তার আকুল জানান ঢাকায় অবস্থান অসুস্থ্য হন আবু দাউদ। তাকে ঢাকার মুগডা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। ঐ খানেই আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকাল ৪টা ৩০ টায় তিনি মারা যান। ঢাকা থেকে লাশ তার গ্রামের বাড়ী কুশলীবাসা এনে কুশলীবাসা কবরস্থানে দাফন কাজ করা হয়।
তার মেয়েটি ঐ নি থেকেই কুশলীবাশাতেই রয়েছেন।
ডাক্তার আকুল জানান মেয়েটি নিজ বাড়িতেই আইসোলেশনে যেতে চান। সেভাবেই ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply