December 22, 2024, 6:33 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া//
বিদ্যুত কর্মীদের জন্য উৎসাহ বোনাস এনেছে সরকার। আগামী সপ্তাহের মধ্যে এই বোনাসের অর্থ কর্মীরা পেয়ে যাবেন বলে জানা গেছে। প্রত্যেক বিদ্যুত বিরতণ কোম্পানির জন্য দুটি, সঞ্চালন কোম্পানির জন্য একটি এবং উৎপাদন কোম্পানির কর্মীদের জন্য একটি করে বোনাস ঘোষণা করা হয়েছে।
বিদ্যুত বিভাগের সকল প্রতিষ্ঠান কি পারফরমেন্স ইনডিকেটর (কেপিআই) করার পর থেকে এই বোনাস পেয়ে আসছে কর্মীরা। সরকার মনে করছে কেপিআই করাতে বিভিন্ন লক্ষ্য অর্জন করা সহজ হচ্ছে। যদিও এই বোনাস প্রতি বছর দেয়া হয় কিন্তু এরপরও করোনা পরিস্থিতি এবং উৎসবের আগে বাড়তি আয় হিসেবে বিবেচনা করছে কর্মীরা।
সাধারণত কোম্পানিগুলো আইনে চলার কারণে বোর্ডে খরচ অনুমোদন করতে হয়। বোর্ডে অনুমোদনের পরই কর্মীদের হিসেব নাম্বারে টাকা চলে যাবে। ২০১৯ এর ৩০ জুন একজন কর্মী যে মূল বেতন পেতেন সেই অর্থের সমান বোনাস পাবেন তারা। এখন সরকার যাদের যতটা আদেশ দিয়েছে তারা ততটাই বোনাস পাবেন।
Leave a Reply