December 22, 2024, 10:10 am
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//
বোঝা যাচ্ছে মিথিলাকে মিস করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। আর সেই ছবিই এ বার ভেসে উঠল পরিচালকের ফেসবুক পেজে। মিথিলার সঙ্গে গত বছর বিয়ের আগে তোলা একটি পোস্ট করে তিনি ডুব দিলেন স্মৃতির পাতায়।
সাদাকালো ছবিটিতে দেখা যাচ্ছে, মিথিলার হাত ধরে নদীর ধারে কোনও জেটিতে দাঁড়িয়ে রয়েছে সৃজিত। নদীর ধারে এমন একটি মুহূর্ত দু’জনেই যে বেশ উপভোগ করছেন তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে। আর এমন সুন্দর একটি ছবিটি পোস্ট হতেই সৃজিত-মিথিলার ফ্যানেরা লাইক দিতে ভোলেননি। ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় ১২০০ লাইক পড়েছে ছবিটিতে, সঙ্গে বেশ কিছু কমেন্টও।
কিন্তু কোথায় তোলা হয়েছে ওই ছবি? উত্তর দিয়েছেন সৃজিত নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, “এটি গত বছর আজকের দিনে পদ্মা পারে ইলিশ খেতে যাওয়ার সময়কার।”
Leave a Reply