December 22, 2024, 12:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মাগুরা
মাগুরায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুয়েল বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ মে) শ্রীপুর থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত জুয়েল মৃধাকে গ্রেফতার করে। জুয়েল একই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে।
শ্রীপুর উপজেলার বাসিন্দা শিশুটির বাবা মামলায় অভিযোগ করেন, স্থানীয় মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে একই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত ৩০ এপ্রিল জুয়েল তার নাবালিকা মেয়েকে বিয়ের কথা বলে ফুসলিয়ে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধষর্ণ করে বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি তারা জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এ সময় ধর্ষকসহ তার পরিবার গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা ও মেয়েকে বিয়ে করা কথা বলে সময় ক্ষেপন করতে থাকে। তিনিও লোকলজ্জার ভয়ে বিষয়টি মেনে নিতে রাজি হন। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও তারা সালিশ মিমাংসা ও তার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে নানা রকম ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ০৩ মে রোববার তিনি জুয়েল বিশ্বাসের নামে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার বলেন পুলিশ অভিযুক্ত জুয়েল বিশ্বাসকে গ্রেফতার করেছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার বিকাশ বিশ্বাস জানান, রোববার দুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Leave a Reply