December 22, 2024, 1:31 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ত্রাণ বন্টনে অনিয়মের প্রতিবাদ করায় এক ওয়ার্ড যুবলীগের সভাপতিকে পিটিয়ে জখম করেছে স্থানীয় কমিশনার ও তার লোকেরা। রোববার বিকালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার যুবলীগ নেতার নাম আক্কাস আলী। তিনি খাকসা পৌরসভার ২ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। জানা গেছে, আক্কাস নিজেও একজন দুস্থ হিসেবে ত্রাণ তালিকায় অর্ন্তভুক্ত ছিলেন। কিন্তু তার ক্রাণটিও তিনি পাননি।
আক্কাসের অভিযোগ এ ওয়ার্ডে ত্রাণ বিতরণে চরম অনিয়ম চরছে। বিষয়টি খতিয়ে দেখতে গত রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সেখানে পরিদর্শনে যান। সেখানে তাদের কাছে ত্রাণ বিষয়ে জানতে চাওয়া হয়।
আক্কাস জানান তিনি সকল অনিয়মের বিষয়ে তুলে ধরেন। তিনি নিজের ত্রাণটিও না পাওয়ার বিষয়টি জানান। এতে খেপে যান কাউন্সিলর ফকর। তারই সুত্র ধরে তার উপর হামলা বলে বলে আক্কাসের অভিযোগ।
খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকি’ৎসাধীন আক্কাস জানান ২নং ওর্য়াড পৌর কমিশনার ফকর উদ্দিন তার ভাই শ্রমিকলীগ নেতা সাইদুল ইসলামের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা হয়। তারা তাকে লাঠি দিয়ে পেটায় ও আহত করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, এ বিষয়ে এখনো থানাতে কেউ অভিযোগ করেন নি।
এদিকে সোমবার সকালে আক্কাসকে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত । পরে খোকসা থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা হাসপাতালে আক্কাসের অবস্থা জানতে আসেন বলে জানা যায়।
এদিকে খোকসা পৌর মেয়র তরিকুল ইসলাম জানান ত্রাণ বন্টনে কোথাও কোন অনিয়ম হচ্ছে না। আক্কাস ও ফকরের মধ্যে এলাকাগত দ্বন্দ্ব থাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।
এদিকে ত্রাণ তালিকায় স্বয়ং যুবলীগ নেতার নাম থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সুষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
Leave a Reply