দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর বুক থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পাঁচজনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৩ মে) নদীর খানপুর নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার খানপুর গ্রামের মৃতমোসলেম আলীর ছেলে জয়নাল আলী, ৬৫, মোড়াগাছা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ মজিবুর রহমান সাহেব, ৬০, মোড়াগাছা গ্রামের মোহাম্মদ মন্টু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, ৩২, পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামের রেজাউল মন্ডলের ছেলে মোঃ হাসান আলী, ৩০ ও কুমারখালী উপজেলার লুৎফর মেল্লান ছেলে মোঃ রবিউল ইসলাম,৩০।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর (খ) আইনের ১৫ (১) ধারায় জয়নাল আলী কে ১৫ দিনের এবং বাকি চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত আসামিদের কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি