দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক/
বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন করে ৩০ হাজার কোটি নতুন টাকা সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক। গত বছওে এটি ছিল ২২ হাজার কোটি টাকা। প্রতি বছর ঈদ-উল ফিতরের আগে নতুন নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
এই বছরের নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।
প্রথমে কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ পুরানো নোটের বিপরীতে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে। তারপর প্রয়োাজন হলে আরও ৫ হাজার কোটি টাকার নতুন নোট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র অনুসারে ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য থেকে নতুন নোটের মুদ্রণ সামগ্রী আমদানি করা হয়েছে। তাই সাধারণ ছুটির মধ্যেও নতুন মুদ্রার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত মুদ্রা পরিচালন বিভাগের কর্মকর্তারা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি