December 22, 2024, 7:51 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়ায় করোনা রোগের প্রার্দুভাব ও বিস্তারের পর আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা দুই রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আজ ১ মে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। তারা সেখানে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন যাদের মধ্যে দুইজন সুস্থ্য হলেন।
এরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামের আক্কাছ আলি ও একই উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের সামাদ বিশ^াস।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, দু;জনই ষার্টোধ। আক্কাছ আলি ২২ এপ্রিল ও সামাদ ২৩ এপ্রিল করোনা শনাক্ত হন। পরপরই তাদেরকে আইসোলেশনে আনা হয়। চিকিৎসা শেষে সুস্থ হবার পর তাদেরকে দু’বার পরীক্ষা করা হয়েছে। শরীরে করোনা ভাইরাস নেই নিশ্চিত হয়ে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠানো হলো
কুস্টিয়াতে ৫ জন করোনা রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকীরা নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
তবে বাড়িতে চিকিৎসাধীন সবার অবস্থা ভাল রয়েছে জানান ডাঃ তাপস।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন দুপুরে দৈনিক কুষ্টিয়াকে বলেন সময়মত চিকিৎসা গ্রহনে করোনা ভাল যায়।
তিনি জেলাবাসীকে করোনা প্রতিরোধ প্রক্রিয়াটা উত্তমভাবে মেনে চলার পরামর্শ দেন।
Leave a Reply