January 3, 2025, 8:46 am
দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক//*/
করোনাভাইরাসের এই সংকটের ম্েযধ দেশে বেড়েছ ই-কমার্সে ডিজিটাল পেমেন্ট। এই পেমেন্টের হার আগে ছিল ৩০ থেকে ৪০ শতাংশ। বর্তমানে হার বেড়ে প্রায় দ্বিগুণ। তবে পরিমান নিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের কাছেও এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনও তথ্য নেই। চালু থাকা বেশিরভাগ প্রতিষ্ঠান ৭০-৮০ শতাংশ পেমেন্ট ডিজিটাল মাধ্যমে নিচ্ছে। কোনও কোনও প্রতিষ্ঠান শতভাগ পেমেন্ট নিচ্ছে ডিজিটাল মাধ্যমে। তাদের ভাষ্য, এতে নগদ টাকা নেওয়ার সময়ে যে ঝুঁকি থাকে, তা এড়ানো যায়। ডিজিটাল মাধ্যম হলো এমএফএস (মোবাইল ব্যাংকিং) সার্ভিস, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড।
একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, তারা ক্রেতাদের নগদ টাকায় বিল পরিশোধের বিষয়ে নিরুৎসাহিত করছেন। কারণ, নগদ টাকা নিতে গেলে ক্রেতা ও ডেলিভারিম্যান দুই পক্ষই করোনাভাইরাসের ঝুঁকিতে পড়তে পারেন। ক্রেতা কার্ডের মাধ্যমে বিল পরিশোধে সমর্থ না হলে বিকাশ বা নগদ মাধ্যম ব্যবহার করে বিল পরিশোধে আহ্বান জানাচ্ছেন। তারা মনে করেন, নগদ টাকার লেনদেন থাকবেই। এত সহজে ক্রেতাদের ‘ক্যাশলেস’ করা যাবে না।
ডিজিটাল মাধ্যমে পেমেন্টের সংখ্যা বাড়ার পেছনে করোনাভাইরাস আতঙ্ক ছাড়াও আরেকটি কারণ রয়েছে। ব্যাংকগুলো বর্তমানে ই-কমার্স কেনাকাটায় ৫-১০ শতাংশ ছাড় দিচ্ছে। অনেক মোবাইল ব্যাংকিং সেবাও ছাড় দিচ্ছে। ফলে ঘরে বসে কেনাকাটায় ছাড় মিলছে। তিনি জানান, মীনাক্লিকের অর্ডার আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
দেশে একাধিক ই-কমার্সভিত্তিক কুরিয়ার সার্ভিস গড়ে উঠেছে। এরমধ্যে রয়েছে ই-কুরিয়ার বিডি, বিদ্যুৎ, পেপারফ্লাই। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও ই-কমার্সের পণ্য পৌঁছে দিচ্ছে। তবে সেবা বন্ধ রেখেছে বিদ্যুৎ।
Leave a Reply