December 22, 2024, 12:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবদেক//*
আজ ১ মে, মে দিবস। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রম দিবস হিসেবেও পরিচিত। দিনটিতে পৃথিবী জুড়ে শ্রমিকদের অবদান এবং ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের কথা স্মরণ করা হয়ে থাকে।
ট্রেড ইউনিয়ন ও সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলি এই দিনটিকে শ্রমিকদের সমর্থনে পালন করে থাকে।
এই দিনের সঙ্গে য্ক্তু হয়ে রয়েছে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগোয় হে মার্কেটের ঘটনা। সেদিন শ্রমিকদের সমর্থনে শান্তি মিছিল হিংস্র চেহারা নেয়, যার জেরে ৪ জন সাধারণ মানুষ ও ৭ জন পুলিশ আধিকারিক মারা যান।
বিক্ষোভকারীরা শ্রমিকদের অধিকার লঙ্ঘন, কাজের সময় বৃদ্ধি, খারাপ ধরনের কাজের পরিবেশ, কম মজুরি ও শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। এঁদের গ্রেফতার করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, দেওয়া হয় মৃত্যুদণ্ডও, যাঁরা মারা গিয়েছিলেন, তাঁরা হে মার্কেট শহিদ হিসেবে পরিচিক। এই ঘটনা শ্রমিক আন্দোলনে ব্যাপক শক্তি জুগিয়েছিল বলেই মনে করা হয়ে থাকে।
Leave a Reply