December 23, 2024, 8:55 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ও কুমারখালীর এসি ল্যান্ড (ভুমি) মেমোহাইমিন আল জিহানের সর্বশেষ কোভিড টেন্ট রির্পোটের ফলাফল নেগেটিভ এসেছে। তারা কেউই করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৬ এপ্রিল তিনি অসুস্থ্য বোধ করলে তাদের প্রাথমিক টেস্ট গ্রহন করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। সেখানে ফলাফল আসে পজিটিভ।
এ প্রেক্ষিতে আরো অধিকতর টেস্টের প্রয়োজণীয়তার পারমার্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান বিষয়টি নিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গান উ”চ পর্যায়ের ডাক্তারদের সাথে কথা বলা হয়। তারাও একই পুণ টেস্টের সিদ্ধান্ত দেন।
ৃকুষ্টিয়ার জেলা প্রশাসক অসলাম হোসেন একই অধিকতর পরীক্ষার কথা বলেন।
পরে ঢাকায় আইইডিসিআর ল্যাবে তাদের পুণঃ টেস্ট করা হয়। রির্পোট আসে ৩০ এপ্রিল সন্ধ্যায়। সেখানে ফলাফল আসে নেগেটিভ।
যোগাযোগ করা হলে মিরপুর উপজেলা চেয়ারম্যান আরেফিন, যিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগেরও সাধরিন সম্পাদক এখন সু¯’্য আছেন বওে জানান।
মেমোহাইমিন কুষ্টিয়া জেলা প্রশাসনের একজন তরুণ কর্মকর্তা। কাজে কর্মে অত্যন্ত নিষ্ঠ। তিনি এখন সুস্থ্য আছেন।
Leave a Reply