December 23, 2024, 3:57 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
চুয়াডাঙ্গায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বড়শলুয়া গ্রামের বাড়িতে ২৯ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবির জানান, বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেশি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়।
কিন্তু পরিবারের লোকজন ওই রোগীকে রাজশাহী না নিয়ে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়। তার করোনা ভাইরাস ছিল কিনা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, মৃত যুবকের বাড়িটি লকডাউন করা হয়েছে।
Leave a Reply