December 23, 2024, 11:39 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া//*/
চলমান বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে সরকার। এতে করে মৌসুম থেকে সরকার ২০ লাখ ৫০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য (ধান, চাল, গম) সংগ্রহ করবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সংগ্রহকৃত খাদ্যশষ্যের মধ্যে রয়েছে ধান ৮ লাখ মেট্রিকটন, সিদ্ধ চাল ১০ লাখ, আতপ চাল এক লাখ ৫০ হাজার এবং গম ৭৫ হাজার মেট্রিকটন।
ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমসহ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply