December 21, 2024, 11:49 pm
করোনা/ ঢাবিতে হলগুলোতে বাতিল গণরুম
ঢাকা ব্যুরো//*/
বিশ্ববিদ্যালয় খুললেই আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম। শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরই থাকবে হলে। এরকমই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পাঁচটি সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেগুলো হল-বিশ্ববিদ্যালয় খোলার পর শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের নীতিমালার আলোকে হল অবস্থান করবে। যাদের ছাত্রত্ব নাই তারা কোনোক্রমেই হলে অবস্থান করতে পারবে না। তাদের হল প্রশাসন কর্তৃক দেওয়া সময়ের মধ্য ব্যক্তিগত জিনিসপত্র নিয় সংশ্লিষ্ট কক্ষ/সিট ছেড়ে দিতে হবে। তীব্র আবাসন সংকট নিরসনে এর বিকল্প নেই।
হলের কোনো কক্ষের মেঝেতে কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবে না। প্রয়োজনে, যথাযথ নিয়মে, ডাবলিং করতে পারবে।
হল প্রশাসন যে সব কক্ষ খাট/বেড নাই ছুটিকালীন সে সব কক্ষ নিয়মমাফিক খাট/বেড সরবরাহ করার ব্যবস্থা নেবে।
Leave a Reply