দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়ার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হযেছে। একই ঘটনায় গুরুতর আহত নিহতের পিতা।
নিহতের নাম আল-আরাফাত, ২২। সে কুষ্টিয়ার বেসরকারী রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘটনায় আহত ঐ নিহতের পিতা জাহাঙ্গীর আলম, ৫৩ একজন সাবেক সেনা সদস্য।
পুলিশ জানায় গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর আলমের বসতবাড়ির জমির সাথের এক জমির সীমানা নিয়ে ওই জমির মালিক গোলাম জোয়ার্দারের সাথে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে গত ২৮ এপ্রিল সকাল ১০ টায় গোলাম জোয়ার্দার, তার ছেলে উজ্জ্বল জোয়ার্দার এবং তার লোকেরা জাহাঙ্গীর ও তার ছেলে আরাফাত এর উপরে অতর্কিত হামলা করে।
গুরুতর জখম তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ি হয়। সেখান থেকে আল-আরাফাতকে স্থানান্তর করা রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি