দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন//*/
মহামারীর কারণে দেশে দেশে যে লকডাউন চলছে, তা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারন এই যুগে যে কোন উৎপাদন সেটি কলকাখানা হোক বা কৃষি এমনকি শিক্ষা হোক এক ঘন্টা পিছিয়ে যাওয়া মানে অনেক দেশকে পিছিয়ে যেতে হয় ঘড়ির কাঁটা থেকে কয়েকঘন্টা। এ অবস্থায় লকডাউন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে বিভিন্ন দেশ। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত করা নিয়ে ভাবনা কি সে বিয়য়ে বিদেশী পত্রিকা অবলম্বনে তুলে ধরেছেন দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
সর্বমোট মৃত্যুর দিক থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থান এখনো সবার ওপরে। ইতালিতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সংক্রমিত মানুষদের মধ্যে মৃত্যুবরণ করেছে প্রায় ২৭ হাজারেরও বেশি। ধীরে ধীরে সেখানে উন্নতি ঘটছে। দেশকে আবার সচল করার পরিকল্পনা করছে সরকার। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টের বরাতে বিবিসি জানিয়েছে, নাগরিকদের চলাফেরায় আরোপ করা লকডাউন পরিস্থিতি আগামী ৪ মে’র পর থেকেই কিছুটা শিথিল করে দেওয়া হবে। ৪ মে’র পর থেকেই ইতালির বিভিন্ন প্রদেশের পার্ক, কারখানা ও বড় অবকাঠামোগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
৪ মে থেকে ইতালির রাস্তার পাশের রেস্তোরাঁগুলো খুলে দেওয়া হবে। তবে,
কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে সেপ্টেম্বরে।
শেষ ধাপে খুলবে ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১ জুনের আগে স্কুলগুলো খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ব্রিটিশ র্কর্তৃপক্ষের। তারা মনে করছে ‘শিশুদের সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই স্কুলে পাঠানো হবে বড় ধরনের ভুল সিদ্ধান্ত।’ এ ক্ষেত্রে লকডাউন থেকে বেরিয়ে আসার সর্বশেষ ধাপে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া।
অন্যদিকে সুইজারল্যান্ডে গত ২৭ এপ্রিল থেকেই স্কুলগুলো চালু করা হয়েছে।
এদিকে লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। দেশটি আগামী ১১ মে থেকে লকডাউন শিথিল করে স্বাভাবিক কাজকর্ম শুরু করার প্রক্রিয়া চালু করবে। তবে, দেশটির রেস্তোরাঁ ও বারগুলো আগামী মাসেও খোলা হবে না, এটি নিশ্চিত। ফ্রান্স আগামী ১১ মে থেকেই স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লকডাউন শিথিল করার প্রক্রিয়া বেশ কয়েক দিন আগেই শুরু হয়েছে জার্মানিতে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে সেপ্টেম্বরে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি