December 21, 2024, 6:52 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়ার মাঠ প্রশাসনে যে ক’জন কর্মকর্তা বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কুমারখালীর এসি ল্যান্ড (ভুমি) মমোহাইমিন আল জিহান। দিনরাত উপজেলার এ ধার থেকে ওধারে ছুটে বেড়িয়েছেন। কখনও মোবাইর কোর্ট নিয়ে, কখনও লোকবল নিয়ে, কখনও বা একাই। উদ্দেশ্য একটাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা। জনগনকে সচেতন করতে তিনি সর্বোত্তমটাই করে চলেছিলেন। জিহানের ফেসবুক পেজ ক্লিক করলেই এই সত্যতা মিলবে। ২৪ এপিল তিিন তার ফেসবুকে পেজে লেখেন
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
সর্বশেষ ২৫ এপ্রিল কুমারখালী উপজেলার পৌরসভার বাজার এলাকা, খোকন মোড় এবং আলাউদ্দিন নগর মোড়ে অবৈধভাবে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। তিনি লেখেন জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর সেই সংগ্রামী মানুষটিই এবার করোনার কাছে নিজেকে সর্মপন করলেন।
বিষয়টি কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকৃল উদ্দিন নিশ্চিত করেছেন।
তবে কৃুষ্টিার জেলা প্রশাসক অসলাম হোসেন জানিয়েছেন অধিকতর পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হবে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
ডাঃ আকুল জানান তিনি ভালো আছেন।
Leave a Reply