দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/:
ঘরবন্দি কর্মহীন অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থা। রোজায় এক মাসের খাবার ও বিভিন্ন ওষুধ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ায় সংস্থাটি। ২৭ এপ্রিল সোমবার ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর গ্রামে আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থা কর্মহীন অসহায় একশ’ পরিবারের মাঝে প্রত্যেককে এক মাসের খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। সামাজিক দূরত্ব মেনে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে লুৎফর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খান। আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকলিমা আক্তার, পল্টন বিশ্বাস ও সাবিলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন (শেফ) এর পরিচালক কামরুল ইসলাম তুহিন।
এক মাসের খাদ্য ও ওষুধ’র পৃষ্ঠপোশকতা করেছেন বরিশালের সিনিয়র মেট্টো পলিটন ম্যাজিষ্ট্রেট পলি আফরোজ ও কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ রোকাইয়া বিন্তে খালেক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি