দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮শ ১২টি নমুনা পরীক্ষা করে ৪৯৭জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৯ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ৯৪জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩ হাজার ৩৫২ । অন্যদিকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮২ হাজার ৫৬৭ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি