December 22, 2024, 12:30 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ সেল সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জন্য সরকার এককালীন ৩০ কেজি করে চাল বরাদ্দ করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে খবর ছাড়ানো হয়েছে, তাকে গুজব হিসেবে চিহ্নিত করেছে সরকার।
এতে বলা বলছে, ‘তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা হতে সীমিত সংখ্যক সাংবাদিক ৩০ কেজি করে চাল পাওয়ার কথা বলছে। এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ ধরনের গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে এ ধরনের গুজবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সম্প্রতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করে বিএফইউজে ও ডিইউজে থেকে সহায়তা চাওয়া হয়েছিল। এরপরই এই গুজব ছড়ানো হয়।
Leave a Reply