December 22, 2024, 9:43 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহে প্রথম ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলো- ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছেন।
অপরজন পুরুষ আক্রান্ত রোগীর বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে। তিনি এসেছেন মাদারীপুর জেলা থেকে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ঝিনাইদহ এতদিন করোনামুক্ত থাকলেও এখন রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান জানান, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি শনিবার বিকেলে লকডাউন করা হয়েছে।
ঝিনাইদহে ২ জন করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে। ফলে আগের তুলনায় শনিবার বিকেল থেকে শহরে মানুষের চলাচল অনেকাংশে কমে গেছে।
Leave a Reply