December 22, 2024, 9:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা//*/
খোকসার বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাড়ে চার’শ মানুষের বাড়িতে খ্দ্য সহায়তা পৌঁছে দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আট টায় বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অফিসার এর প্রতিনিধি বিআরডিবি কর্মকর্তা শুকুর আলীর উপস্থিতিতে ১০ কেজি চাল, দেড় কেজি ডাল ও দুই কেজি আলু বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪৫০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, সরকারী, পাশাপশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তায় উপজেলায় প্রায় ১৬ হাজার অসহায় দুস্থ্য ঘরবন্দি মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply