October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রমজানে নিত্যপণ্যের বাজার সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চার সদস্যের বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম।
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সহ-সভাপতি এস এম কাদেরী শাকিলকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি করা হয়। কমিটিতে রয়েছে চেম্বারের পরিচালক মোকারারম হোসেন মোয়াজ্জেম, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ ও মকবুল হোসেন। উক্ত কমিটি রমজানের নিত্যপণ্য বাজার মনিটরিং করবেন। কোন অবস্থাতেই জেলাপ্রশাসকের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নিতে পারবেনা ব্যবসায়ীগণ।
Leave a Reply