দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংগতি রেখে আগামী ৫ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
গতকাল জারি করা নতুন একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ওইদিন পর্যন্ত ডিএসই ও সিএসইতে লেনদেন, সেটেলমেন্টসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে উভয় এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি