December 22, 2024, 2:54 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মা ও সন্তান দুজনই ভালো আছে জানিয়ে সাকিবের মা তাদের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির এই কন্যা সন্তানের জন্ম দেন। অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব।
পরিবারে নতুন অতিথির আসার খবর জানিয়ে সাকিবের মা শিরিন আকতার বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখনও সাকিব হাসপাতালে, কখন বাসায় ফিরবে, সেটি এখনো নিশ্চিত নই।
এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব পরিবারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় মেয়ে আলাইনার একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন সাকিব। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’
সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে।
Leave a Reply