দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই সময়ে কভিড-১৯ শনাক্ত হয়েছে ৫০৩ জনের দেহে!
চব্বিশ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা চারজন। তাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। নতুন মৃতের চারজনই পুরুষ। তারা সবাই ঢাকার বাসিন্দা; বয়স ৫১ থেকে ৬০ এর ঘরে।
একদিনেই পাঁচশো ছাড়ানো আক্রান্তে দেশে মোট কভিড-১৯ রোগী দাঁড়াল ৪,৬৮৯ জনে।
সুস্থ হয়েছেন আরও চারজন; মোট আরোগ্যের সংখ্যা ১১২ জন।
কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে আক্রান্ত-মৃত্যু-আরোগ্যের তথ্য উপাত্ত তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, চব্বিশ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯ শতাংশ বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।
গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ১২৩ জনকে। বর্তমানে আইসোলেশনে থাকাদের মোট সংখ্যা ৯৯৫ জন। চব্বিশ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২৮ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার; মৃতের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ছুঁই ছুঁই।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি