December 22, 2024, 3:27 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
নানা নাটকীয়তার পর ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে সেখান থেকে পালিয়ে আসার পথে রাজবাড়ীতে উদ্ধার হওয়া এক দম্পতিকে নেয়া হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ তাপস কুমার সরকার জানান তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। নারীটি অন্তসত্বা।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।
তছিকুল জানান, ঢাকার কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় তারা থাকতেন। বুধবার তার শরীরে এবং বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়লে তারা ঢাকা থেকে পালিয়ে আসেন।
তারা দুজনেই সিদ্ধান্ত নেন যদি মরতেই হয় তাহলে তারা নিজ বাড়িতে ফিরে মরতে চান। এই রকম চিন্তা থেকেই তারা রওনা হন ঢাকা থেকে। তাদের ৪ বছরের একটি বাচ্চা রয়েছে। অন্যদিকে নারীটি অন্তসত্বা।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন, এমন তথ্য পেয়ে আক্রান্ত স্বামী-স্ত্রীকে উদ্ধার কনা হয়।
বিষয়টি ঐ আক্রান্ত ব্যক্তির আত্মীয়স্বজনদের নিকট থেকে জানার পর কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোনেকে অবহিত করেন।
পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাদেরকে কুষ্টিয়ায় আনা হয়।
এ ব্যাপরে জেলা প্রশাসক বলেন বিষয়টি মানবিক তাই পদক্ষেপ নেয়া হয়েছে। বড় কথা হলো ঐ মহিলাটি অন্তসত্বা। বিষয়টি আরো মানবিক হয়ে দাঁড়ায়।
ডাঃ তাপস কুমার সরকার জানান তাদের সবাইকে আলাদা রাখা হয়েছে। তাদের অবস্থা খুব খারাপ নয়।
Leave a Reply