দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর//*/
মেহেরপুর জেনারেল হাসপাতালে মাথাব্যথা ও শ্বাসকষ্টের িিচকিৎসা নিতে আসা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার মুজিবনগর উপজেলায়। পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানায়, তিন-চার দিন ধরে ওই যুবকের শ্বাসকষ্ট হচ্ছিল। বুধবার সকালে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবদুর রশিদ বলেন, বিষয়টি করোনাভাইরাস কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি